ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

লুজার ও ব্লক মার্কেটে শীর্ষে ইউনাইটেড পাওয়ার


নিউজ ডেস্ক
43

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮
লুজার ও ব্লক মার্কেটে শীর্ষে ইউনাইটেড পাওয়ার



স্টাফ রিপোর্টার :  ঢাকা স্টক এক্সচেঞ্জে রবিবার (৯সেপ্টেম্বর,১৮) ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের । ১ ট্রেডে কোম্পানিটির ১ লাখ ৮২০০০টি শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায় এদিকে এক্স ডিভিডেন্টের পর ( লভ্যাংশ সমন্বয়ের পর) দিন ১২.২১ শতাংশ দাম কমে লুজারে শীর্ষে শীর্ষে ইউনাইটেড পাওয়ার। ডিএসই জানায়, মূল্যমানের (টাকায় ভ্যালূর) দিক থেকেও প্রথমে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন ৭ ট্রেডে কোম্পানিটির ৮৫০০০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা এছাড়া খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল), বিবিএস ক্যাবলস লিমিটেড, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রামীনফোন লি., ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেডের ব্লক মার্কেটে লেনদেন হয়।

আরও পড়ুন:

বিষয়: