ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

৮ অক্টোবর এপেক্স ট্যানারির এজিএমের তারিখ ঘোষণা


নিউজ ডেস্ক
42

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৮
৮ অক্টোবর এপেক্স ট্যানারির এজিএমের তারিখ ঘোষণা



স্টাফ রিপোর্টার:  আগামী ৮ অক্টোবর রাজধানীর গুলশান-১-এ অবস্থিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে এপেক্স ট্যানারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ৭২ টাকা ২৪ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্যও ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ট্যানারি। বার্ষিক ইপিএস ছিল ২ টাকা ৯৫ পয়সা। ডিএসইতে গতকাল এপেক্স ট্যানারি শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৬৬ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা কমে দাঁড়ায় ১৪৮ টাকা ১০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৪৮ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৫২ টাকা ৩০ পয়সা। ১৯৮৫ সালে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৩ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৬ দশমিক ৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক ৩৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪১ দশমিক ৩০ শতাংশ শেয়ার। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ৫০ দশমিক ৪৪; অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৫৮ দশমিক ৮১।

আরও পড়ুন:

বিষয়: