ঢাকা রবিবার
১৯ মে ২০২৪
১২ মে ২০২৪

কপারটেকের আয় কমেছে


Reporter01
45

প্রকাশিত: ০৩ মে ২০২৪
কপারটেকের আয় কমেছে Collected from online



নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রির পরিমাণ বাড়লেও কমেছে মুনাফা। কাঁচা মালের দাম বৃদ্ধি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় কী এমন প্রশ্নের জবাবে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ।  

 

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) কপারটেকের পণ্য সেল বা বিক্রি হয়েছে ৫৪ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৮৬ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ২৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে সেল বা বিক্রির পরিমাণ ছিল ৪০ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ১৭ টাকা। ইপিএস হয়েছে দশমিক ৪৭ টাকা। বছরের ব্যবধানে পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে ১৪ কোটি ১ লাখ ৭৮ হাজার ৬৯ টাকা। কিন্তু ইপিএস কমেছে দশমিক ২৩ টাকা। অর্থাৎ দশমিক ৪৮ শতাংশ ইপিএস কমেছে।

 

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকসহ (জুলাই,২০২৩-মার্চ,২০২৪) মোট পণ্য বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১০৮ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৬৮৯ টাকা। ইপিএস হয়েছে দশমিক ৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে সেল বা বিক্রি হয়েছিল ৬৪ কোটি ৫০ লাখ ২৭ হাজার ৩৫০ টাকা। ইপিএস ছিল দশমিক ৬৯ টাকা। এক্ষেত্রে সেল বেড়েছে ৪৪ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৩৩৯ টাকা। আর ইপিএস কমেছে দশমিক ১৮ টাকা। অর্থাৎ ২৬ শতাংশ ইপিএস কমেছে।

কপারটেকের আয় কমেছে ৪৮ শতাংশ

কপারটেক ইন্ডাস্ট্রিজের আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কস্ট অব গুডস সোল্ড হয়েছে ৯৩ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৯২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে কস্ট অব গুডস সোল্ড ছিল ৫০ কোটি ২০ লাখ ৮ হাজার ৩৬ টাকা। এক্ষেত্রে কস্ট অব গুডস সোল্ড বেড়েছে ৪৩ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৮৯৩ টাকা। এছাড়াও চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কস্ট অব গুডস সোল্ড দাঁড়িয়েছে ৪৭ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৪৮৫ টাকা। গত অর্থবছরে যা ছিল ৩২ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ২৮৪ টাকা। এক্ষেত্রে কস্ট অব গুডস সোল্ড বেড়েছে ১৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ২০১ টাকা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির নন-অপারেটিং ইনকাম হয়েছে ২০ লাখ ৭৮ হাজার ৫০৩ টাকা। গত অর্থবছরে যা ছিল ৫৫ লাখ ৫ হাজার ৫৮ টাকা। এক্ষেত্রে নন-অপারেটিং ইনকাম কমেছে ৩৪ লাখ ২৬ হাজার ৫৫৫ টাকা। অর্থাৎ ৬২ শতাংশ নন-অপারেটিং ইনকাম কমেছে।

 

কোম্পানিটি আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে, কাঁচামালের দাম বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কোম্পানির উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যার প্রভাবে কোম্পানির আয় কমেছে।

 

এদিকে আয় কমার ব্যাপারে কথা বলতে রাজি হননি কোম্পানি সচিব এসকে মিরাজ আলি। তিনি জবাবদিহিকে জানান, কোম্পানির আর্থিক প্রতিবেদনে সব উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে আমার নতুন করে বলার কিছু নেই।

 

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে কপারটেক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের ৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে; যার মধ্যে ২ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার; যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩০ দশমিক ০৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১২ দশমিক ৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৫৭ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৭ টাকা ৭০ পয়সা। ডিভিডেন্ড কম দেয়ায় বর্তমানে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


আরও পড়ুন:

বিষয়: