ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
০৮ এপ্রিল ২০২৪

সূচকের উত্থানে চলছে লেনদেন


Reporter01
38

প্রকাশিত: ২১ মার্চ ২০২৪
সূচকের উত্থানে চলছে লেনদেন



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মার্চ) দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন। পাশাপাশি গতকালের তুলনায় বেড়েছে লেনদেনের গতি।

এদিন বেলা ১০ টা ৩০ পর্যন্ত ডিএসইতে ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে গতকাল একই সময়ে লেনদেন ছিলো ১০৫ কোটি ১০ লাখ টাকা। লেনদেনের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেনের প্রথম ঘন্টায় ৩৫ দশমিক ৩১ পয়েন্ট উত্থানের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২৮০ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।


আরও পড়ুন:

বিষয়: