ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মূল্যসূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন


Reporter01
51

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪
মূল্যসূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন Collected from google



নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের ৪র্থ কার্যদিবস। তবে গতদিনের তুলনায় লেনদেন কমেছে। বুধবার (০৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।

ডিএসইতে বুধবার ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কার্যিদিবসে ছিল ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৬ পয়েন্টে এসেছে। এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৪৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।


আরও পড়ুন:

বিষয়: