ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আরও বাড়লো


Reporter01
45

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪
পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আরও বাড়লো Collected from google



নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। এর ফলে ১০৪ দফা কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

এর আগে সর্বশেষ ১০৩ দফায় গত ২৯ জানুয়ারি থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির লেনদেন বন্ধ ছিল। এর আগে আরো ১০২ দফা কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই।


আরও পড়ুন: