ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

আইসিবি গোল্ডেন জুবিলি ফান্ডের লভ্যাংশ ঘোষণা


Reporter01
54

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আইসিবি গোল্ডেন জুবিলি ফান্ডের লভ্যাংশ ঘোষণা Collected from google



শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ইউনিট হোল্ডারদের শেয়ার প্রতি আড়াই শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সমাপ্ত হিসাববছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০ দশমিক ২৯ টাকা। আগের বছর একই সময়ে আয় ছিলো ০ দশমিক ১৩ টাকা।

হিসাববছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিলো ০ দশমিক ৪০ টাকা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ০ দশমিক ১৪ টাকা ছিলো। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি ছিলো ১০ দশমিক ৩০ টাকা।

লভ্যাংশ বিতরণের জন্য আগামী ১০ মার্চ ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার আইসিবি গোল্ডেন জুবিলি ফান্ডের শেয়ারদর উন্মুক্ত ছিল।


আরও পড়ুন:

বিষয়: