ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

প্রিমিয়াম আয় কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের


নিউজ ডেস্ক
40

প্রকাশিত: ০২ আগস্ট ২০১৮
প্রিমিয়াম আয় কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের



স্টাফ রিপোর্টার: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানিটির প্রকাশিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) প্রিমিয়াম আয় কমেছে ১ কোটি ৪৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৬০ লাখ টাকা। আগের বছর একই সময় প্রিমিয়াম আয় বেড়েছিল ৩ কোটি ৪০ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল ২৬৬ কোটি ৩২ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮) ৩ কোটি ৬১ লাখ টাকার প্রিমিয়াম আয় কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে  ২৬৪ কোটি ৯৯ লাখ টাকা। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় কমেছিল ৩৩ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৬৫ কোটি ৯৯ লাখ টাকা। এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫ কোটি ৬ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৪ কোটি ৯৯ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ৩ কোটি ৬ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল  ২৬৫ কোটি ৯৯ লাখ টাকা।

আরও পড়ুন:

বিষয়: