ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার গুজবে আরও কমল সূচক


নিউজ ডেস্ক
273

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২
ফ্লোর প্রাইস তুলে নেওয়ার গুজবে আরও কমল সূচক



এদিকে গতকাল লেনদেন শুরুর পর বাজারে গুজব ছড়িয়ে পড়ে দরপতন ঠেকাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া শেয়ারের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস তুলে নেওয়া হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ার পর বাজারের পতন আরও ত্বরান্বিত হয়। পরে দুপুরে বিএসইসির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, ‘বিভিন্ন ফোরামে কমিশনের ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিগোচর হয়েছে। কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে।
শেয়ারবাজারের টানা পতন ঠেকাতে গত ৩১ জুলাই শেয়ারের সর্বনিম্ন দাম বেঁধে দেয় বিএসইসি। ফলে বেঁধে দেওয়া ওই দামের নিচে নামতে পারবে না আর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম। ফ্লোর প্রাইস আরোপের পর থেকে সূচক কিছুটা গতি ফিরে পায়। কিন্তু গত শুক্রবার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়ানোর পর থেকে দরপতন শুরু হয় বাজারে। সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে চার দিনই বাজারে সূচক কমেছে। বাজারসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মন্দা বাজারে গতকাল গুজব ও গ্রামীণফোনের শেয়ারের কারণে দরপতন আরও ত্বরান্বিত হয়েছে।

আরও পড়ুন:

বিষয়: