ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মাহমুদউল্লাহর অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন পাপন


নিউজ ডেস্ক
135

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২
মাহমুদউল্লাহর অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন পাপন



সদ্য শেষ হওয়া উইন্ডিজ সিরিজে ওয়ানডেতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ধোলাই করেছে ৩-০ ব্যবধানে। তবে এর আগে টেস্টে হোয়াইটওয়াশ আর টি-টোয়েন্টিতে সিরিজ হারতে হয়েছে। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পণ্ড না হলে ধোলাই নিশ্চিত ছিল।
সিরিজে প্রশ্ন উঠেছে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে। বিশেষ করে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন নিয়ে তিনি চরম বিতর্কিত হয়েছেন। ব্যাটে রানও নেই। এবার তার নেতৃত্ব নিয়ে মুখ খুললেন নাজমুল হাসান পাপন।  আজ রবিবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। কিছুদিন আগেই টেস্টে নেতৃত্ব পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টি নিয়েও এমন ভাবনা আছে কিনা এ বিষয়ে তিনি বলেন, 'অধিনায়কত্বের বিষয়ে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। টি-টোয়েন্টি - টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে সেটা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে। ' মাহমুদউল্লাহর অধিনায়কত্বে বোর্ড সন্তুষ্ট কি না - এমন প্রশ্নে পাপনের জবাব, 'এটা তো কঠিন প্রশ্ন। মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে যাবে। ' মাহমুদউল্লাহ আন্ডার পারফরমিং ক্যাপ্টেন কিনা এমন প্রশ্নে সহমত প্রকাশ করে পাপন বলেন, 'অবশ্যই। সে আসুক। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না। '

আরও পড়ুন:

বিষয়: