ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে জাহাজ হস্তান্তর করেছে চীনা কতৃপক্ষ


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৮
বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে জাহাজ হস্তান্তর করেছে চীনা কতৃপক্ষ



স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে জাহাজ হস্তান্তর করেছে চীনা কতৃপক্ষ। “এম.ভি. বাংলার জয়যাত্রা” নামের জাহাজটি চীনের নিউ ইয়াং জি শিপইয়ার্ড কর্তৃপক্ষ হস্তান্তর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই জাহাজটি চীনে নির্মিত হয়েছিল। ইতোমধ্যে চীনের নিউ ইয়ং জি শিপইয়ার্ড কতৃপক্ষ জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে হস্তান্তর করেছে। প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে ২০১৬ সালের ১৮ অক্টোবর ডিএসইতে নতুন ছয়টি জাহাজ কেনার খবর প্রকাশ করেছিল। এর মধ্যে থেকে প্রথম জাহাজ হিসেবে “এম.ভি. বাংলার জয়যাত্রা” হস্তান্তর করা হল। উল্লেখ্য, বাকী পাঁচটি জাহাজ পর্যায়ক্রমে ২০১৯ সালের ফেরুয়ারির মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নৌবহরে যুক্ত করা হবে।

আরও পড়ুন:

বিষয়: