ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শেয়ারবাজারে আসতে আগ্রহ প্রকাশ করেছে দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক


নিউজ ডেস্ক
67

প্রকাশিত: ২২ মার্চ ২০২২
শেয়ারবাজারে আসতে আগ্রহ প্রকাশ করেছে দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক



শেয়ারবাজারে আসতে আগ্রহ প্রকাশ করেছে দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক। এরই ধারাবাহিকতায় বাংলালিংক ও তার প্যারেন্ট কোম্পানি ভিওনের প্রতিনিধি দল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সাক্ষাত পর্বে তারা শেয়ারবাজারে আসার আগ্রহ প্রকাশ করেছে এবং বিএসইসির সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। সোমবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ভিওন ও বাংলালিংকের একটি প্রতিনিধি দল বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলালিংক শেয়ারবাজারে আসতে আগ্রহ দেখিয়েছে। যা শেয়ারবাজারের জন্য খুবই ইতিবাচক। কোম্পানিটিকে তালিকাভুক্তির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সৌজন্য সাক্ষাতপর্বে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান অর্থ কর্মকর্তা সেম ভেলিপাসাংলু, ভিওনের কো-ফাউন্ডার এ কে ফাবেলা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলু উপস্থিত ছিলেন। বিএসইসি সূত্রে জানা গেছে জানিয়েছে, কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করতে চায়।

আরও পড়ুন:

বিষয়: