ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

সূচকের ব্যাপক পতনে লেনদেন


নিউজ ডেস্ক
65

প্রকাশিত: ২০ মার্চ ২০২২
সূচকের ব্যাপক পতনে লেনদেন



সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিট পরযন্ত ডিএসইতে ২৭১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট কমে  অবস্থান করছে ২ হাজার ৪৩৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৪ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন:

বিষয়: