ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বোনার-হোল্ডারের প্রতিরোধে অ্যান্টিগা টেস্ট ড্র


নিউজ ডেস্ক
67

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২
বোনার-হোল্ডারের প্রতিরোধে অ্যান্টিগা টেস্ট ড্র



স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছে। অ্যান্টিাগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের জিততে হলে ৭১ ওভারে ২৮৬ রান করতে হতো। কিন্তু ইংলিশদের বোলিং তোপে মাত্র ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিবীয়রা। সেখান থেকে এনক্রুমা বোনার ও জেসন হোল্ডারের  জুটিতে ড্র'তেই শেষ হয়েছে ম্যাচ ৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্যে শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে উইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ২৫ ওভার কাটিয়ে দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। দলীয় ৫৯ রানের মাথায় আউট হন ৮২ বলে ৩৩ রান করা অধিনায়ক ব্র্যাথওয়েট। এরপরই ধস নামে উইন্ডিজের ইনিংসে। ৩৫তম ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান ক্যাম্পবেল (২২), শামার ব্রুকস (৫) ও জার্মেইন ব্ল্যাকউডও। ফলে শেষের ৩৬ ওভারে ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের বাকি থাকে আর ৬টি উইকেট। এরপরই প্রতিরোধ গড়েন বোনার ও হোল্ডার। ৮০ রানের জুটি গড়ে দুজন মিলে কাটিয়ে দেন পঞ্চম দিনের বাকিটা সময়। হোল্ডার ১০১ বলে ৩৭ ও বোনার ১৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় সফরকারীরা। ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি (১০৯) হাঁকান অধিনায়ক জো রুট। প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া জ্যাক ক্রলি থেমেছেন ১২১ রানে। এছাড়া ড্যান লরেন্স ৩৬, ক্রিস ওকস ১৮ ও জনি বেয়ারস্টো করেন ১৫ রান। দুই ইনিংসেই দুর্দান্ত খেলা এনক্রুমা বোনার হয়েছেন ম্যাচসেরা।

আরও পড়ুন:

বিষয়: