ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শেয়ারবাজারে দরপতনের প্রেক্ষিতে লোয়ার সার্কিট ২% বেধে দেয়া হচ্ছে


নিউজ ডেস্ক
69

প্রকাশিত: ০৮ মার্চ ২০২২
শেয়ারবাজারে দরপতনের প্রেক্ষিতে লোয়ার সার্কিট ২% বেধে দেয়া হচ্ছে



টানা দরপতনের প্রেক্ষিতে শেয়ারের দর কমার বা লোয়ার সার্কিট দুই শতাংশ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। এটি অবিলম্বে কার্যকর হবে। এছাড়া মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে একশ’ কোটি টাকা বিনিয়োগের নির্দেশনাও দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আল আমিন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম এর বরাত দিয়ে বাংলাদেশ প্রতিবেদনকে এ তথ্য জানান। শেয়ারবাজারের অব্যাহত দরপতনের প্রেক্ষিতে সাময়িকভাবে লোয়ার সার্কিট ২ শতাংশ করা হচ্ছে। তবে আপার সার্কিট ১০ শতাংশই থাকছে। টানা তিন মাস ধরে পুঁজিবাজারে দরপতন চলছে। পুঁজি হারিয়ে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা। তাই ধারাবাহিক পতন রোধ করা, পুঁজির নিরাপত্তা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে শেয়ারের দাম বাড়া ও কমার ওপর সার্কিট ব্রেকার নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এছাড়াও পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আল আমিন অবিলম্বে ফ্লোর প্রাইস চালুর প্রস্তাব দিয়েছেন। অন্যথায় পুঁজিবাজারের অবস্থা ২০১০ সালের চেয়ে খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।এদিকে সোমবার (৭ মার্চ) গণমাধ্যমের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। এর ঠিক পরদিনই এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন:

বিষয়: