ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার কিনেছে নিবরাস


নিউজ ডেস্ক
63

প্রকাশিত: ০৮ মার্চ ২০২২
ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার কিনেছে নিবরাস



কাতারের দোহাভিত্তিক কোম্পানি নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে প্রথম ধাপে ৯৬ লাখ ৯৯ হাজার ১৮৮ ডলার, বাংলাদেশী মুদ্রায় (ডলারপ্রতি ৮৬ টাকা ধরে) ৮৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ১৬৮ টাকার সমপরিমাণ শেয়ার বিক্রি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সাবসিডিয়ারি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে কাতারের দোহাভিত্তিক কোম্পানিটির কাছে মেঘনাঘাট পাওয়ারের মোট শেয়ারের ১১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। এর মধ্যে প্রথম ধাপের বিক্রি সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে আরো তিন ধাপে বাকি শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে গত বছরের ১৮ এপ্রিল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়, নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ১৪ হাজার ৬৪১টি শেয়ার বিক্রি করা হবে, যা কোম্পানিটির মোট শেয়ারের ১১ দশমিক ৭৬ শতাংশ।

১০ টাকা অভিহিত মূল্যে ১৪ হাজার ৬৪১টি শেয়ারের দর দাঁড়ায় ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা। এর সঙ্গে প্রিমিয়াম মিলিয়ে নিবরাস পাওয়ারের কাছে মোট ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ ডলার বা প্রায় ২০৭ কোটি টাকায় ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার বিক্রি করা হবে। এতে প্রতি শেয়ারের বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার ৩৭৮ টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে চার ধাপে এই শেয়ার বিক্রি করা হবে বলে জানিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে প্রথম ধাপের বিক্রি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।

শেয়ার বিক্রির বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কোম্পানি সচিব মো. শরীফ হাসান বণিক বার্তাকে বলেন, চুক্তি অনুসারে মোট বিনিয়োগের ৪০ শতাংশ অর্থ প্রথম ধাপে বিনিয়োগ করেছে নিবরাস। এরপর দ্বিতীয় ধাপে ২০ শতাংশ, তৃতীয় ধাপে ২৫ শতাংশ এবং চতুর্থ ধাপে ১৫ শতাংশ অর্থ বিনিয়োগ করা হবে। প্রতি ধাপে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় তা আমাদের ব্যাংক হিসাবে জমা হওয়ার পর এর সমপরিমাণ শেয়ার আমরা নিবরাসের অনুকূলে হস্তান্তর করছি। বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরুর আগেই পুরো বিনিয়োগের অর্থ চলে আসবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

বিষয়: