ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মোজাফফর হোসেন স্পিনিংয়ের রিং ইউনিট সম্প্রসারণ করবে


নিউজ ডেস্ক
66

প্রকাশিত: ০৬ মার্চ ২০২২
মোজাফফর হোসেন স্পিনিংয়ের রিং ইউনিট সম্প্রসারণ করবে



পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ১০ হাজার ২০০ স্পিন্ডলভিত্তিক রিং স্পিনিং ইউনিটের দ্বিতীয় ফেস সম্প্রসারণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ক্যাপটিভ পাওয়ার ধারণক্ষমতা সম্পন্ন ২ মেগাওয়াট পাওয়ার চূড়ান্ত করেছে। রিং ইউনিট সম্প্রসারণে পাওয়ার ক্যাপটিভে কোম্পানিটির মোট বিনিয়োগ ৯০ কোটি টাকা। কোম্পানিটি ৭০ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে অর্থায়ন করবে। এছাড়া রিজার্ভ এবং মুনাফা থেকে বাকী অর্থ সরবরাহ করা হবে। কোম্পানিটি আরও জানায়, নতুন উৎপাদন লাইনটি হাই অ্যান্ড ভ্যালু অ্যাডেড ব্লেন্ডেড সূতা তৈরী করার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন উৎপাদন লাইনে কাজ শেষ হওয়ার পর প্রতিদিন কোম্পানিটির ৮ মেট্রিক টন উৎপাদন বাড়বে lক্যাপটিভ পাওয়ার কোম্পানিটির সামগ্রিক উৎপাদন ক্ষমতার ব্যয় কমাতে সহয়তা করবে।

আরও পড়ুন:

বিষয়: