ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

অবশেষে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রাশিয়া


নিউজ ডেস্ক
77

প্রকাশিত: ০২ মার্চ ২০২২
অবশেষে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ রাশিয়া



শেষ পর্যন্ত রেহাই পেল না রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। এক যৌথ বিবৃতিতে বিশ্ব ফুটবল ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে নিষেধাজ্ঞা না উঠা পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে কোন ফুটবল ম্যাচ খেলতে পারবে না রাশিয়া। পাশাপাশি ইউরোপিয়ান টুর্নামেন্টেও খেলতে পারবে না দেশটির ক্লাবগুলো। শুধু তাই নয়, রাশিয়ান এনার্জি জায়ান্ট গাজপ্রমের সঙ্গেও অংশীদারিত্ব বাতিল করেছে উয়েফা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান ও বেলারুশের এ্যাথলেটদের নিষিদ্ধ করার ডাক দেয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও উয়েফা। এছাড়া ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়া ও বেলারুশকে পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব রাগবির নিয়ন্ত্রক সংস্থা। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার ওয়ার্ল্ড রাগবি সদস্যপদও স্থগিত করা হয়েছে। আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের প্লেঅফের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার। এই ম্যাচে জিততে পারলে ২৯ মার্চ ফাইনাল প্লেঅফে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করত তারা। অবশ্য নিষিদ্ধ হওয়ার আগেই এই তিন প্রতিপক্ষই রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দিয়েছে। এর আগে ফিফা জানিয়েছিল ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে যে কোন ম্যাচে অংশ নিতে পারবে রাশিয়ান ফুটবল দল। কিন্তু তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। সেই ম্যাচগুলোতে রাশিয়ান পতাকা কিংবা জাতীয় সঙ্গীত ব্যবহার করা যাবে না। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়নি পোলিশ, সুইডিশ ও চেক ফুটবল ফেডারেশন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ দাবি করে তিনটি দেশই জানিয়ে দিয়েছিল যে কোন নামেই রাশিয়া খেলতে আসুক না কেন তারা সেই ম্যাচে অংশ নেবে না। দেশ তিনটির এমন ঘোষণার পর নড়েচড়ে বসে ফিফা ও উয়েফা। যে কারণে দুই সংস্থা জরুরী বৈঠক করে সোমবার রাতে রাশিয়াকে নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। যৌথ বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ। ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সকল মানুষের সঙ্গে আমরা সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি। দুই সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো ও আলেক্সন্ডার সেফেরিন আশা করেন ইউক্রেনের পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে এবং এর মাধ্যমে ফুটবল আবারও তার একতা ও শান্তি ফিরে পাবে। অবশ্য রাশিয়ান ফুটবল ইউনিয়ন ফিফা ও উয়েফার এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে বলেছে, এর ফলে রাশিয়ার অনেক এ্যাথলেট, কোচ, ক্লাব ও জাতীয় দলের স্টাফরা ক্ষতিগ্রস্ত হবে। চলতি মৌসুমে একমাত্র রাশিয়ান ক্লাব হিসেবে ইউরোপা লীগে টিকে ছিল স্পার্টাক মস্কো। কিন্তু উয়েফার বহিষ্কারের ঘোষণার পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ক্লাবটি। আগামী ১০ ও ১৭ মার্চ ইউরোপা লীগের শেষ ষোলোর ম্যাচ খেলার কথা ছিল স্পার্টাকের। জার্মান ক্লাব লাইপজিগের বিরুদ্ধে দুই লেগ নিয়ে বেশ আশাবাদী ছিল ক্লাবটি। কিন্তু নিষেধাজ্ঞার খবর জানার হতাশা প্রকাশ করে স্পার্টাক মস্কো জানিয়েছে, উয়েফা ও ফিফা এবারের ইউরোপা লীগ থেকে আমাদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ লাইপজিগের বিরুদ্ধে আমাদের শেষ ষোলোর ম্যাচটি আর হচ্ছে না। উয়েফা ও ফিফার এই সিদ্ধান্ত প্রত্যাশিত হলেও খুবই দুঃখজনক। দুর্ভাগ্যজনকভাবে ইউরোপা লীগে আমাদের ক্লাব যে কষ্ট করেছে, সেটা খেলার পরিসীমার অনেক বাইরের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। স্পার্টাকের ভক্ত শুধু রাশিয়া নয়, সারা বিশ্বে আছে। আমাদের সাফল্য ও ব্যর্থতা বিশ্বের অনেক দেশকে এক করে দেয়। আমরা বিশ্বাস করি, একদম কঠিন সময়েও খেলার কাজ সম্পর্ক সৃষ্টি করা, নষ্ট করা নয়। আমাদের এমন সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে যার সঙ্গে আমরা একমত নই। আপাতত আমরা ঘরোয়া প্রতিযোগিতাতেই মনোযোগ দেব। আশা করব খুব দ্রুত শান্তি ফিরে আসবে।
এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন তিনি যুদ্ধ চান না। তিনি আশা প্রকাশ করে বলেছেন, অচিরেই শান্তি ফিরে আসবে। এ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে। বিশ্বে শান্তির জন্য প্রার্থনা করছি।
 

আরও পড়ুন:

বিষয়: