ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

এজ ইনকাম ফান্ডের আইপিও ইউনিট বিওতে জমা


নিউজ ডেস্ক
64

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২
এজ ইনকাম ফান্ডের আইপিও ইউনিট বিওতে জমা



বরাদ্দ পাওয়া বে-মেয়াদি এজ্ হাই কোয়ালিটি ইনকাম ফান্ডের (ওপেন-ইন্ড) আইপিও ইউনিট হোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির বরাদ্দ পাওয়া ইউনিট ২৮ ফেব্রুয়ারি (সোমবার) হোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।এর আগে গত ১৪ ডিসেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮০৩তম নিয়মিত সভায় এই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়। জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা এজ্ এএমসি লিমিটেড ২.৫ কোটি টাকা প্রদান করবে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ছিল।ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো এজ্ এএমসি লিমিটে। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ই্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।

আরও পড়ুন:

বিষয়: