ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বড় দরপতনে ‘ফোর্সড সেল’ আতঙ্কে বিনিয়োগকারীরা


নিউজ ডেস্ক
71

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২
বড় দরপতনে ‘ফোর্সড সেল’ আতঙ্কে বিনিয়োগকারীরা



ইউক্রেনে রুশ হামলার জেরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। রাশিয়ার বোমা হামলায় যেমন আতঙ্কিত ইউক্রেনের মানুষ, তেমনি সূচকের ফ্রি ফল বা বাধাহীন পতনে আতঙ্কিত এ দেশের বিনিয়োগকারীরাও।সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার লেনদেন শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই ১০০ পয়েন্টের বেশি কমে গেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আর দিন শেষে সূচকটি ১৬৩ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ কমে নেমে এসেছে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে। এটি গত দুই মাসের মধ্যে ডিএসইএক্স সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ ২৭ ডিসেম্বর ডিএসইএক্স সূচকটি সর্বনিম্ন ৬ হাজার ৬৬৯ পয়েন্টে ছিল এদিকে পরপর দুই দিনের বড় ধরনের দরপতনের কারণে যেসব বিনিয়োগকারী ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন, তাঁরা বেশি ক্ষতির মুখে পড়েছেন। ঋণদাতা বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঋণ সমন্বয়ের তাগাদা দিয়ে ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের চিঠি দিয়েছে। শেয়ারবাজারের ভাষায় এটিকে ‘মার্জিন কল’ বলে। যখন শেয়ারের বাজারমূল্য একটা নির্ধারিত সীমার নিচে নেমে আসে, তখন ঋণ আদায়ে মার্জিন কল করে ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। বিনিয়োগকারীরা ঋণ সমন্বয়ে অর্থাৎ নতুন করে অর্থ বিনিয়োগে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের শেয়ার বিক্রি করে দেয় ঋণ আদায়ে। শেয়ারবাজারের ভাষায় এটিকে ফোর্সড সেল বা জোরপূর্বক বিক্রি বলা হয়। জানা গেছে, শেয়ারের বড় দরপতনের ফলে এখন ঋণগ্রস্ত অনেক বিনিয়োগকারীর শেয়ার ফোর্সড সেলের আওতায় চলে এসেছে। এতে বাজার পতনের সঙ্গে সঙ্গে একশ্রেণির বিনিয়োগকারী ফোর্সড সেল আতঙ্কে ভুগছেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফোর্সড সেল শুরু হলে তাতে শেয়ারের দাম আরও তলানিতে নামতে পারে।

আরও পড়ুন:

বিষয়: