ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শেয়ারদর হারিয়েছে অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান


নিউজ ডেস্ক
66

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২
শেয়ারদর হারিয়েছে অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান



একদিন পর গতকাল আবারো উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে  তবে এ সময়ে তালিকাভুক্ত অধিকাংশ ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদরে পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সামান্য বাড়লেও লেনদেন কমেছে ১ দশমিক ৪ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক রয়েছে ৩৩টি। এর মধ্যে সমাপনী দরের ভিত্তিতে গতকাল শেয়ারদরে পতন হয়েছে ২১টি ব্যাংকের। দর বেড়েছে তিনটির। আর অপরিবর্তিত ছিল ৯টি ব্যাংকের শেয়ারদর। অন্যদিকে ডিএসইতে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ২৩টি। এর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বাকি ২২টির মধ্যে গতকাল ১১টির শেয়ারদর কমেছে। বেড়েছে চারটির। আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারদর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই ডিএসইএক্সে পয়েন্ট যোগ হয়। এরপর উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। ১২টা ২০ মিনিটে সূচকটিতে সর্বোচ্চ ৪১ পয়েন্ট যোগ হয়। এর পর থেকেই সূচকটিতে দ্রুত পতন হতে থাকে। শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়ায়। আগের দিন শেষে যা ছিল ৭ হাজার ৩৬ দশমিক ৭৭ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯৮ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫৮৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৫২০ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩১ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত ছিল ৭৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। চতুর্থ অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৯ শতাংশ। এছাড়া পরের অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৬ দশমিক ২ শতাংশ। গতকাল পাট খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ১ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে শীর্ষে ছিল ভ্রমণ খাত।

ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। গতকাল কোম্পানিটির ১৩৭ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এ তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো যথাক্রমে ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, ফার্মাএইডস ও রহিমা ফুড।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৮৬ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৩৭০ পয়েন্টে।সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ২০ হাজার ৬০২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত ছিল ৪৫টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ২৯ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩০ কোটি ৯৯ লাখ টাকা।


আরও পড়ুন:

বিষয়: