ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মিতব্যয়ী বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২২
মিতব্যয়ী বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল



করিম জানাত অবশ্য প্রথম দফায় ক্যাচটা নিতে পারেননি, হাত ফসকে বের হয়ে গেলেও বল পড়ে করিমের পায়ের ওপর। সামনে ঝুঁকে ক্যাচটা নেন তিনি।দ্বিতীয় ওভারে নাহিদুল ফেরান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানকে
ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন সাকিব, টাইমিং করতে পারেননি ঠিকঠাক। মিড-অন থেকে পেছন ছুটে ভালো ক্যাচ নেন ইমরুল। সে উইকেট নেওয়ার সময়ও কোনো রান দেননি নাহিদুল। এরপর অবশ্য তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নেন ইমরুল। অষ্টম ওভারে ফিরতি স্পেলে ফেরেন নাহিদুল, এবার দেন ১ রান। নবম ওভারে নিজের চতুর্থটি করতে এসে নাহিদুল পেয়ে যান আরেকটি ‘বড়’ উইকেট। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা ক্রিস গেইল নাগাল পাননি বলের, হন স্টাম্পিং। নিজের শেষ বলে নুরুলকে একটা সিঙ্গেল দেন নাহিদুল, না হলে টপকে যেতে পারতেন আফ্রিদিকেও।
৫৫ ম্যাচের ক্যারিয়ারে এটিই নাহিদুলের সেরা বোলিং ফিগার। এর আগের সেরা ছিল ১৫ রানে ৩ উইকেট। গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এ ফিগার ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা নাহিদুলের। কমপক্ষে ১২ বল করেছেন, বিপিএলে এমন বোলারদের মধ্যে অবশ্য ইকোনমি রেটে নাহিদুল ও আফ্রিদি যৌথভাবে তৃতীয়। ২০১৬ সালে রংপুর রাইডার্সের বাঁহাতি স্পিনার আরাফাত সানি ৩ উইকেট নিয়েছিলেন কোনো রান না দিয়েই, বোলিং করেছিলেন ২.৪ ওভার। এ তালিকায় এরপর আছেন মোহাম্মদ নবী। সে বছরই চিটাগং ভাইকিংসের হয়ে ২ ওভার বোলিং করে ২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন আফগান অফ স্পিনার, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে সব মিলিয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডটি দুজনের। গত বছর ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মনিপুরের বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নিয়েছিলেন ভিদার্ভ অফ স্পিনার অক্ষয় কার্নেওয়ার। গত বছরই একই বোলিং ফিগার ছিল কানাডার বাঁহাতি স্পিনার সাদ বিন জাফরের। পানামার বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন তিনি।

আরও পড়ুন:

বিষয়: