ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শিগগিরই উদ্বোধন হচ্ছে রহমান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড


নিউজ ডেস্ক
56

প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২২
শিগগিরই উদ্বোধন হচ্ছে রহমান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড



মোহাম্মদ তারেকুজ্জামান : পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৫২টি নতুন ট্র্যাককে (সিকিউরিটিজ হাউজ) অনুমোদন দিয়েছে। এসব নতুন ট্র্যাকের মধ্যে সর্বপ্রথম ৪টি ট্র্যাক বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করবে খুব শিগগিরই। আর এই ৪টি ট্র্যাকের মধ্যে রহমান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের নাম রয়েছে সর্বপ্রথমে। সম্প্রতি রহমান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ এক্সেকিউটিভ অফিসার (সিইও) কাজী মেহেদী আরাফাত তার বিজয় নগরের কার্যালয়ে স্টক টাইমসকে বলেন, পুঁজিবাজারের উন্নয়নে আমরাও অংশিদার হতে চাই। সম্পূর্ণ কম্পেলায়েন্স মেইনটেইন করে আমরা কাজ করবো। এলক্ষ্যে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বাণিজ্যিকভাবে আমাদের সিকিউরিটিজ হাউজের উদ্বোধন হবে খুব শিগগিরই। বিনিয়োগকারীদের উন্নয়নে যা যা করা দরকার আমরা তা করতে বদ্ধপরিকর। বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অর্থের বিনিময়ে করিয়ে থাকে। আমরা বিনিয়োগকারীদের সচেতনতার লক্ষ্যে সম্পূর্ণ ফ্রিতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম প্রতি সপ্তাহেই করাবো। এতে করে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে তাদের সচেতনতা বৃদ্ধি পাবে। ফলে বিনিয়োগ করে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। মেহেদী আরাফাত আরও বলেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আমরা বেস্ট ২০টি ট্র্যাকের মধ্যে আমাদের রহমান ইকুইটি ম্যানেজমেন্টকে রাখার চেষ্টা করবো। প্রাতিষ্ঠানিক, বিদেশী বিনিয়োগকারীসহ সকল পর্যায়ের বিনিয়োগকারীরা যেন সর্বোচ্চ পর্যায়ে বিনিয়োগে সুযোগসুবিধা পায় সে বিষয়টি আমাদের মাথায় সবসময় থাকবে। অনলাইনে তারা খুব সহজেই যেন ট্রেড করতে পারে সেই ফ্যাসিলিটি আমরা তৈরি করে দেবো। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য পর্যাপ্ত মার্জিন ঋণ সুবিধা রাখা হবে। অর্থাৎ বিনিয়োগকারীদের সুবিধা-অসুবিধাগুলো সবার আগে অগ্রাধিকার পাবে। এছাড়াও প্রতিদিনের কোম্পানিগুলোর লেনদেনের রিসার্চ রিপোর্ট (rahmanequity.com) ওয়েবসাইটে পাওয়া যাবে। [caption id="attachment_22234" align="alignnone" width="947"] রহমান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ এক্সেকিউটিভ অফিসার (সিইও) কাজী মেহেদী আরাফাত[/caption] জানা যায়, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন সদ্য প্রতিষ্ঠানটিতে সিইও হিসেবে নিয়োগ পাওয়া কাজী মেহেদী আরাফাত। ২০০৭ সালে তিনি এবি ব্যাংকের রিসার্চ সেন্টারে কর্মজীবন শুরু করেন। এরপর একে একে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি কস্ট টু কস্ট সিকিউরিটিজ, প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ, স্টক বাংলাদেশ, প্রাইম ফাইন্যান্স সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজে বিভিন্ন উর্ধতন পদে নিয়োজিত ছিলেন। সম্প্রতি সরেজমিন ঘুরে জানা যায়, রাজধানীর বিজয় নগরে রহমান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের অফিসটি ২৫০০ স্কয়ার ফিটের। অফিসে পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সুসজ্জিত অফিসটি খুব শিগগিরই উদ্বোধন হবে।

আরও পড়ুন:

বিষয়: