ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

যমুনা অয়েল ১৩২ কোটি টাকার লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের


নিউজ ডেস্ক
53

প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২২
যমুনা অয়েল ১৩২ কোটি টাকার লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের



শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল সমাপ্ত অর্থবছরে অর্জিত মুনাফা থেকে ১৩২ কোটি টাকা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৮.২৪ টাকা মুনাফা হয়েছে। কোম্পানিটিতে মোট ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। এ হিসেবে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ২০১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৭০৪ টাকা। কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ বা ১২ টাকা করে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এহিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ১৩২ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ২০০ বা মোট মুনাফার ৬৬ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করবে। অবশিষ্ট মুনাফা অর্থাৎ ৬৮ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৫০৪ টাকা বা ৩৪ শতাংশ কোম্পানিটি রিজার্ভ ফান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:

বিষয়: