ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শেয়ারবাজারের সঙ্কট নিরসনে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক
63

প্রকাশিত: ০৯ জানুয়ারীফেব্রুয়ারি ২০২১
শেয়ারবাজারের সঙ্কট নিরসনে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী



দেশের শেয়ারবাজার বিদ্যমান সঙ্কট বিনিয়োগসীমা সমাধানে দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে শিগগিরই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ে সচিব আবদুর রউফ তালুকদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠকে শেয়ারবাজারের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট নিয়ে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলে আসছে। এর সমাধানের জন্য প্রধানমন্ত্রী দেশের এই বড় দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন।

আরও পড়ুন:

বিষয়: