ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

আরামিট সিমেন্টসহ ৫ সিমেন্ট কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ


নিউজ ডেস্ক
54

প্রকাশিত: ০৬ জানুয়ারীফেব্রুয়ারি ২০২১
আরামিট সিমেন্টসহ ৫ সিমেন্ট কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ



শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের পাঁচ কোম্পানির প্রাতষ্ঠানিক বিনিযোগ বেড়েছে। অপরদিকে কমেছে দুটি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাতষ্ঠানিক বিনিযোগ বাড়া পাঁচ কোম্পানি হলো: আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট এবং এমআই সিমেন্ট। আর লাফার্জহোলসিম এবং প্রিমিয়ার সিমেন্টের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে আরামিট সিমেন্টের। সেপ্টেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৫০ শতাংশ আর অক্টোবরে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৫৮ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে কোম্পানিটিতে বিনিয়োগ ২.০৮ শতাংশ বেড়েছে। অর্থাৎ এ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ৭ লাখ ৪ হাজার ৭০৪টি শেয়ার কিনেছেন। দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ বেড়েছে মেঘনা সিমেন্টের। সেপ্টেম্বর মাসের শেষ কার্যদিবস কোম্পানিটির প্রতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.৫১ শতাংশ। আর অক্টোবর মাসের শেষ কার্যদিবস বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৩.০৬ শতাংশে। অর্থাৎ অক্টোবরে কোম্পানিটির বিনিয়োগ ০.৫৫ শতাংশ বেড়েছে। অর্থাৎ এ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ১ লাখ ৫০ হাজার ৮০টি শেয়ার কিনিছেন। অক্টোবরে হাইডেলবার্গ সিমেন্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৫৩ শতাংশ বেড়ে ২৮.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের শেষ কার্যদিবস কোম্পানিটিতে প্রতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.৯৪ শতাংশ। অর্থাৎ অক্টোবরে প্রাতিষ্ঠানিকরা কোম্পানিটির ২ লাখ ৯৯ হাজার ৪৬৯টি শেয়ার কিনিছেন। কনফিডেন্স সিমেন্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অক্টোবর মাসে ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩.৯০ শতাংশে। সেপ্টেম্বরের শেষ কার্যদিবস কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৬৭ শতাংশে। অর্থাৎ অক্টোবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির ১ লাখ ৭৯ হাজার ৯৩৯টি শেয়ার কিনিছেন। এমআই সিমেন্টে অক্টোবরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.১৭ শতাংশ বেড়ে ১৭.৫৮ শতাংশ দাঁড়িয়েছে। অর্থাৎ এ সময়ে প্রাতিষ্ঠানিকরা কোম্পানিটির ২ লাখ ৫২ হাজার ৪৫০টি শেয়ার কিনিছেন। সেপ্টেম্বরের শেষ কার্যদিবস কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৪১ শতাংশ। অক্টোবরে দুই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। কোম্পানি দুইটির মধ্যে লাফার্জহোলসিমে ২.১৯ শতাংশ আর প্রিমিয়ার সিমেন্টে ১.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। সেপ্টেম্বরের শেষ কার্যদিবস লাফার্জহোলসিমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.০৫ শতাংশ। আর অক্টোবরের শেষ কার্যদিবস প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দাঁড়ায় ১৫.৮৬ শতাংশ। মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ২.১৯ শতাংশ কমেছে। অর্থাৎ এ সময়ে প্রাতিষ্ঠানিকরা ২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৮০টি শেয়ার বিক্রি করেছেন। আর অক্টোবরে প্রিমিয়ার সিমেন্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.৪১ শতাংশ কমে ১৮.৮১ শতাংশ দাঁড়ায়। সেপ্টেম্বরের শেষ কার্যদিবস প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.২২ শতাংশ। অর্থাৎ এই এক মাসে প্রিমিয়ার সিমেন্টের ১৪ লাখ ৮৬ হাজার ৮৪৫টি শেয়ার বিক্রি করেছেন প্রাতিষ্ঠানিকরা।

আরও পড়ুন:

বিষয়: