ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

দেশের বাহিরেও ইউনিয়ন ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে : কোম্পানি সচিবের আশাবাদ


নিউজ ডেস্ক
65

প্রকাশিত: ০৬ জানুয়ারীফেব্রুয়ারি ২০২১
দেশের বাহিরেও ইউনিয়ন ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে : কোম্পানি সচিবের আশাবাদ



মোহাম্মদ তারেকুজ্জামান: পুঁজিবাজারে তালিকাভূক্ত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের ইসলামিক শরিয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সূদুরপ্রসারী চিন্তাভাবনা থেকে কোম্পানিটি পুঁজিবাজারে আসছে। কোম্পানিটির মূল লক্ষ্য ব্যাংকিং সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া। দেশের উপজেলা, থানাসহ সকল পর্যায়ের জনগোষ্ঠি যেন ব্যাংকিং সেবার আওতায় আসতে পারে সে লক্ষ্যে কোম্পানিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ইউনিয়ন ব্যাংকের সচিব আলি হোসেন ভূঁইয়া রাজধানীর গুলশান-১ এর প্রধান কার্যালয়ে রবিবার, ০৫ ডিসেম্বর স্টক টাইমসকে বলেন, দরিদ্র জনগোষ্ঠিসহ সকল পর্যায়ের মানুষকে আমরা ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে চাই। থানা, উপজেলা পর্যায়ে আমরা ব্যাংকের শাখা-উপশাখা বৃদ্ধি করবো। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমরা ইউনিয়ন ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার বিশেষ লক্ষ্য রয়েছে আমাদের। কোম্পানিটির প্রসপেক্টাস অনুযায়ি সারাদেশে ইউনিয়ন ব্যাংকের বর্তমানে ৯৬টি শাখা, ২৩টি উপশাখা এবং ০৯টি পল্লি বিদ্যুৎ কালেকশন বুথ রয়েছে। ব্যাংকটি শুরু থেকেই ইসলামিক শরিয়াহ অনুযায়ি সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন ব্যাংক শুরু থেকেই পাবলিক লিমিটেড কোম্পানি। পুঁজিবাজারে আমাদেরকে আসতেই হতো। তাছাড়া বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী পুঁজিবাজারে আসছি আমরা। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আমরা পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে কোম্পানি সচিব বলেন, আমরা পুঁজিবাজারে তালিকাভূক্ত হলে সাধারণ বিনিয়োগকারীদের হতাশ করবো না। ২০১৯ ও ২০২০ সালে ধারাবাহিকভাবে আমরা ডিভিডেন্ড দিয়েছি। শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে আসার আগে ডিভিডেন্ড দেয়ার অনুমোতি না দেয়ায় গত বছর অর্থাৎ ২০২১ অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানি। আশাকরি পুঁজিবাজারে আসার পর ২০২২ সালে আমরা আবারও ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো। এছাড়া ২০১৬ সালে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। প্রসপেক্টাস অনুযায়ী কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৫৫৮ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৬শ’ টাকা। আইপিও পরবর্তী কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ৯৮৬ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৬শ’ টাকা। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির টার্নওভার ছিলো এক হাজার ৯৭৪ কোটি এক লাখ ২৬ হাজার ৯১৭ টাকা। ট্যাক্স পূর্ববর্তী কোম্পানিটির কোম্পানির মোট প্রফিট ছিলো ২২২ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৪৫২ টাকা। এবং ট্যাক্স পরবর্তী প্রফিট একই সময়ে প্রফিট ছিলো ৯৮ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৪৫২ টাকা। উল্লেখ্য ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণ শুরু আগামী ২৬ ডিসেম্বর; যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ইউনিয়ন ব্যাংক পুঁজিবাজারে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬.৩৮ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হগয়েছে ১.৭৭ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: