ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে রিটার্ন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই- ভূমিমন্ত্রী


নিউজ ডেস্ক
53

প্রকাশিত: ০৯ জানুয়ারীজানুয়ারী ২০২১
বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে রিটার্ন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই- ভূমিমন্ত্রী



ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করে সহজেই লভ্যাংশ ও ক্যাপিটাল গেইন বা রিটার্ন পাওয়া যায়। যা পাওয়া নিয়ে দেশী-বিদেশী কোন বিনিয়োগকারীদেরকেই দুশ্চিন্তা করতে হয় না। একইভাবে বৃটিশদেরকেও দুশ্চিন্তা করতে হবে না। এছাড়া অন্য সবার ন্যায় বৃটিশরাও চাইলে সহজেই বিনিয়োগ ফেরত করে নিতে পারবে। সোমবার, ০৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেকোন দেশের অর্থনীতির মেরুদন্ড শেয়ারবাজার। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এক্ষেত্রে পিছিয়ে রয়েছি। তবে এই বাজারকে এগিয়ে নিতে অধ্যাপক শিবলী রবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন কাজ করছে। তারা বিভিন্ন রিফরমস বা আইন-কানুন করছেন। তবে এরসঙ্গে দরকার বিদেশী বিনিয়োগ। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ, ম্যানচেস্টার সিটির মেয়র এন্ড্রু বার্নহাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিডা) মো. সিরাজুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান প্রমুখ। সূত্র : বিজনেস আওয়ার

আরও পড়ুন:

বিষয়: