ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মেঘনা এনার্জি অধিগ্রহণের অনুমতি পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮
মেঘনা এনার্জি অধিগ্রহণের অনুমতি পেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট



স্টাফ রিপোর্টার: বিদেশী উদ্যোক্তা প্রতিষ্ঠানের কাছ থেকে মেঘনা এনার্জি লিমিটেড অধিগ্রহণের অনুমতি পেয়েছে সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। মেঘনা এনার্জির ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়র প্রিমিয়ামসহ ৯১ কোটি ৭ লাখ টাকায় অধিগ্রহণে হাইডেলবার্গের প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছোট বিদ্যুেকন্দ্রটি অধিগ্রহণের ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের পাশাপাশি বিদ্যুৎ বিলেও অর্থ সাশ্রয় হবে হাইডেলবার্গের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী কোম্পানি মেঘনা এনার্জির শেয়ার ১০০ টাকা অভিহিত মূল্যের ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার ১২৪ দশমিক ৫২ টাকা প্রিমিয়ামে কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। উল্লিখিত শেয়ারের দাম হিসাবে মোট ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার ২২০ টাকা পরিশোধ করতে হবে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানিটিকে। বিদ্যুেকন্দ্রটি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় এবং এর মূল্য বিদেশী বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠানোর প্রয়োজনীয়তা উদ্ভূত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চায় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ। সম্প্রতি তাদের অথরাইজড ডিলার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত মূল্য অনুমোদন করার কথা জানায়। তবে এর মধ্যে ৮৬ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৬১০ টাকা বিদেশে বিক্রেতাপক্ষের কাছে পাঠানোর অনুমতি মিলেছে। আর বাকি ৫ কোটি ১০ হাজার ৫৮৯ টাকা হাইডেলবার্গ সিমেন্ট সেন্ট্রাল ইউরোপ ইস্ট হোল্ডিংস বিভি, নেদারল্যান্ডসের নন-রেসিডেন্ট ব্লকড টাকা অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য হাইডেলবার্গ বাংলাদেশকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে সদ্য সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস হয়েছে ১৪ টাকা ৪৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২৩ টাকা ৭৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮৩ টাকা ৩৯ পয়সায়।

আরও পড়ুন:

বিষয়: