ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

কোভিড ভ্যাক্সিন কার্ড নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করেছে এডিএন টেলিকম


নিউজ ডেস্ক
53

প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২১
কোভিড ভ্যাক্সিন কার্ড নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করেছে এডিএন টেলিকম



করোনা মহামারী মোকাবেলায় সরকারের চলমান কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কর্মসূচীকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ‘সুরক্ষিত হোক আগামীর যাত্রা’ স্লোগানে কোভিড ভ্যাক্সিন কার্ড নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করেছে এডিএন টেলিকম লিমিটেড।সোমবার, ৪ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সোমবার, ৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্টক টাইমসকে জানিয়েছে কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি এডিএন টেলিকম সুবিধা বঞ্চিত ও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্টিকে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যেই প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইনটি শুরু করেছে। পরবর্তিতে এই কর্মসূচি দেশের অন্যান্য বিভাগেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে এডিএন টেলিকম লিমিটেডের চিহ্নিত বুথে সকল পেশা-শ্রেণীর মানুষ কোভিড-১৯ ভ্যাক্সিন কার্ড নিবন্ধন ও বিনামূল্যে ভ্যাক্সিন কার্ড প্রিন্ট করে নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে। উল্লেখ্য যে, করোনা মহামারীর শুরু থেকেই পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশের ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের সাথে সংশ্লিষ্ট জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের সম্মুখ সারির যোদ্ধাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় সরকারগৃহীত সকল স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমকে দেশের তৃণমূল  পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি এই সহায়তা কর্মসূচি পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

আরও পড়ুন:

বিষয়: