ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

এসএমই প্লাটফর্মে লেনদেন করবে আরও ৪ কোম্পানি


নিউজ ডেস্ক
57

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১
এসএমই প্লাটফর্মে লেনদেন করবে আরও ৪ কোম্পানি



পুঁজিবাজার থেকে ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) বাতিল হওয়ায় আরও ৪ কোম্পানি আগামীকাল বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর থেকে ডিএসইর এসমই মার্কেটে লেনদেন করবে। কোম্পানিগুলো হচ্ছে- ওয়ান্ডারল্যান্ড টয়েস, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিশিং মিলস, বেঙ্গল বিস্কুট লিমিটেড এবং হিমাদ্রি লিমিটেডকে। প্রসঙ্গত, পুঁজিবাজার থেকে ওটিসি মার্কেট বতিল করা হয়েছে। ওটিসি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৪১টিকে এসএমই প্ল্যাটফর্ম ও বিকল্প লেনদেন (অলটারনেটিভ ট্রেডিং) বোর্ডে স্থানান্তর করা হয়েছে। আর বাকি ২৯টিকে বাজার থেকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উল্লেখিত কোম্পানিগুলো এসএমই প্লাটফর্মে লেনদেন হবে। ওয়ান্ডারল্যান্ড টয়েস ডিএসই সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “WONDERTOYS “। আর কোম্পানি কোড হবে ৭৩০০১।এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে। প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর সর্বশেষ  ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ১৬.৬০ টাকা দরে লেনদেন শুরু করবে। দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে। বেঙ্গল বিস্কুট ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “BENGALBISC “। আর কোম্পানি কোড হবে ৭৪০০১। এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে। প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সর্বশেষ ১৮০  টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি এই দরে লেনদেন শুরু করবে। দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে। অ্যাপেক্স ওয়েভিং ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “APEXWEAVE”। আর কোম্পানি কোড হবে ৭৭০০১। এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে। প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সর্বশেষ ১২  টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ১২ টাকা দরে লেনদেন শুরু করবে। দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে। হিমাদ্রি লিমিটেড সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “HIMADRI”। আর কোম্পানি কোড হবে ৬৯০০৩। এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে। প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০১৪ সালের ৮ মার্চ সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ৮ টাকা দরে লেনদেন শুরু করবে। দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

আরও পড়ুন:

বিষয়: