ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ইউরোপে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি কমে অর্ধেক


নিউজ ডেস্ক
103

প্রকাশিত: ১৯ জুন ২০২১
ইউরোপে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি কমে অর্ধেক



ইইউর সঙ্গে নতুন বাণিজ্য বাধার কারণে দীর্ঘ মেয়াদে যুক্তরাজ্যের উৎপাদনকারীরা যে পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছেন, তা এই পরিসংখ্যান থেকে খুবই স্পষ্ট। এফডিএফ বলছে, নতুন বাণিজ্য বাধার পাশাপাশি কোভিড একটি বড় কারণ। বলা যায় কেবল কোভিডের কারণে রপ্তানি কমেছে ১০ থেকে ১৫ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালের প্রথম প্রান্তিকের তুলনায় পনির রপ্তানি কমেছে ৭২ শতাংশ। মাছ বিক্রি কমেছে ৫২ শতাংশ ও চকলেট রপ্তানি কমেছে ৩৭ শতাংশ। এ থেকে স্পষ্টত যে কোভিডের একটি প্রভাব রয়েছে।
সবচেয়ে কমেছে আয়ারল্যান্ডের সঙ্গে বাণিজ্য-খাদ্য ও পানীয় খাতে যুক্তরাজ্যের বৃহত্তম বাজার হলো এটি। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে এখানে রপ্তানি প্রায় ৭০ শতাংশ কমেছে। জার্মানি, স্পেন ও ইতালিতে বিক্রি অর্ধেকের চেয়ে বেশি কমেছে। কয়েক দশক ধরে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের কাছে বিশ্বের অন্য দেশের চেয়ে বেশি খাবার এবং পানীয় বিক্রি করে। এফডিএফ বলছে, গত ২০ বছরের মধ্যে এই প্রথম এতটা কমল রপ্তানি।

আরও পড়ুন:

বিষয়: