ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জে যাবে সিএসইর টপটেন ব্রোকারেজ হাউজ


নিউজ ডেস্ক
49

প্রকাশিত: ১২ জুলাই ২০১৮
ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জে যাবে সিএসইর টপটেন ব্রোকারেজ হাউজ



স্টাফ রিপোর্টার: টপটেন ব্রোকারেজ হাউজের নির্বাহী (সিইও) বা তাদের সমপদ মর্যাদার কর্মকর্তাদেরকে নিয়ে ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ (আইডিএক্স) পরিদর্শনে যাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সূত্র সিএসই। সিএসই জানায়, আগামী জানুয়ারীর শেষ ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ (আইডিএক্স) এবং তাদের কিছু শীর্ষ ব্রোকারেজ হাউজ পরিদর্শন করবে।  ইন্দোনেশিয়ার স্টক মার্কেটের ধরণ, ট্রেডিং ধারণা, প্রোডাক্ট সম্বন্ধে ধারণা নেবে। ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ থেকে ফিরে পরিদর্শক দল বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এর উন্নয়নের জন্য সিএসএই’র সহযোগিতায় একটি রিপোর্ট প্রদান করবে। যেসব ব্রোকারেজ হাউজের কর্তাদের ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য নির্বাচিত করা হবে তাদের মধ্যে কয়েকটি বিষয় মানদণ্ড হল ৬ টি শীর্ষ ডুয়েল ব্রোকারেজ হাউজ, যাদের নূন্যতম টার্নওভার ৭০০ কোটি টাকা এবং ৪ টি শীর্ষ সিঙ্গেল ব্রোকারেজ হাউজ যাদের নূন্যতম টার্নওভার ৩০০ কোটি টাকা। গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই টার্নওভারের বিষয়টি বিবেচনায় রাখবে সিএসই।

আরও পড়ুন:

বিষয়: