ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

আবারও অস্থিতিশীল সোনার বাজার


নিউজ ডেস্ক
100

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১
আবারও অস্থিতিশীল সোনার বাজার



গত বছরের মতো এ বছরও নানামুখী অনিশ্চয়তা বিশ্ববাজারে বাড়িয়ে দিচ্ছে সোনার দাম। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে। প্রতি আউন্সের দাম হয়েছে ১ হাহার ৭৭৮ ডলার। গত এক সপ্তাহের ভারতের বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৩ হাজার রুপি। ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৩৫০ রুপিতে দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে সোনার দাম এই ঊর্ধ্বমুখী হওয়ার মূল কারণ সামষ্টিক অর্থনৈতিক প্রভাব। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড কমায় এর দাম বেড়ে গেছে, ফলে বন্ডে মানুষের আগ্রহ কমছে। সেই সঙ্গে অন্য অনেক মুদ্রার বিপরীতের ডলারের দর কমে যাওয়ায় সোনার দামে প্রভাব পড়েছে। এ ছাড়া সোনার দামে প্রচ্ছন্ন একটি প্রভাব ফেলেছে চীন। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম সোনার গ্রাহক চীন তার দেশীয় এবং আন্তর্জাতিক ব্যাংকগুলোকে প্রচুর পরিমাণে সোনা আমদানির অনুমতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ে শঙ্কাও সোনার দাম বাড়িয়েছে। যার কারণে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রয় বাড়লে এবং সাপ্তাহিক বেকার ভাতার দাবি কমলেও হলুদ ধাতবের দাম বেড়েছে।
গত বছর বিশ্ববাজারে সোনা রেকর্ড দামে পৌঁছায়। দফায় দফায় দাম বেড়ে আগস্টের শুরুতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৭৪ ডলারে উঠে যায়। সূত্র: দ্য মিন্ট এ দিকে গত ১০ মার্চ থেকে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকারের দাম হয় ৬৯ হাজার ১০৯ টাকা। ২১ ক্যারেট ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি শুরু হয় ৪৬ হাজার ৮৮৯ টাকায়।

আরও পড়ুন:

বিষয়: