ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ছাড়পত্র পেয়েছে টয়ার ছবি বেঙ্গলি বিউটি


নিউজ ডেস্ক
39

প্রকাশিত: ০৫ জুলাই ২০১৮
ছাড়পত্র পেয়েছে টয়ার ছবি বেঙ্গলি বিউটি



স্টাফ রিপোর্টার: অবশেষে আপিল বিভাগের নির্দেশে ছাড়পত্র পেল রাশান নূর পরিচালিত ছবি ‘বেঙ্গলি বিউটি’। এর আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাবার কথা থাকলেও ছবিটি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারি মাসে। ছাড়পত্র দেওয়ার অনুমতি দেওয়া থেকে বিরত থাকেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা। এরপর ছাড়পত্র পাওয়ার জন্য আপিল বিভাগে যান ছবির পরিচালক রাশান নূর। অবশেষে গত ৬ জুন আপিল বিভাগের নির্দেশে ছবিটির ছাড়পত্র দেওয়া হয়। ‘বেঙ্গলি বিউটি’ ছবি দিয়ে বড় পর্দায় আসছেন ছোট পর্দার তারকা টয়া। ছাড়পত্র পেতে দেরি হওয়ায় খুব অনিশ্চয়তার মধ্যে ছিল। শেষ পর্যন্ত জটিলতা শেষ হয়েছে। ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টয়ার প্রথম ছবি ‘বেঙ্গলি বিউটি’। ময়না। বাঙালি মেয়ে বলতে যা বোঝায়, ময়না ঠিক তেমনই। মা-বাবার প্রতিটি কথা মেনে চলা বাধ্য সন্তান। তাদের কথাতেই পারিবারিক বিয়েতে সম্মতি দেয় সে। এখানেই হাজির হয় আফজাল খান। ফিজিকসের ছাত্র আফজাল খান যুক্তরাষ্ট্র ফেরত। বাংলাদেশে ফিরে সে পেশা হিসেবে বেছে নেয় রেডিও জকির কাজ। ওলটপালট শুরু হয় এই চাকরির সুবাদেই। আর এই ওলটপালট ময়নার জীবনে, আফজাল খানের কণ্ঠের মুগ্ধ শ্রোতা যে। মুগ্ধতা প্রেমে রূপান্তরে সময় লাগে না। আর এই প্রেম বদলে দেয় ময়নার এত দিনকার জীবন, যা মা-বাবার একান্ত বাধ্য এই মেয়েকে প্ররোচনা দেয় বিদ্রোহে। ‘বেঙ্গলি বিউটি’ ছবির ভাবনা। ছবিতে ময়নার চরিত্রে অভিনয় করেছেন টয়া। ‘বেঙ্গলি বিউটি’ ছবিতে অভিনয় করেছেন পরিচালক রাশান নুর নিজেই। আরও আছেন টয়া, সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জি এম শহিদুল আলম, নাজিবা বাশার, নেইলি আজাদ প্রমুখ। ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশে।

আরও পড়ুন:

বিষয়: