ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

নেইমারকে নিয়ে ঝুঁকি নয়


নিউজ ডেস্ক
36

প্রকাশিত: ২২ জুন ২০১৮
নেইমারকে নিয়ে ঝুঁকি নয়



স্টাফ রিপোর্টার: ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের। শুধু তাই নয়, ব্রাজিলের স্টার  ফরোয়ার্ড প্লেয়ার নেইমার ডি সিলভা পড়েছেন ইনজুরিতে। পরের ম্যাচে নেইমারকে চাচ্ছেন কোচ তিতে, তবে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।

সুইসদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১-১ সমতায় শেষ করেছিল ব্রাজিল। তবে এক নেইমারের ওপরই দশবার হয়েছে ফাউল করেছে সুইসরা। পায়ের পাতার হাড় ভেঙে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর নেইমার ফিরেছেন বিশ্বকাপ দিয়েই। ডান পায়ের গাঁটের ব্যথা নিয়ে গত মঙ্গলবার মাত্র ১৫ মিনিট অনুশীলনের পর মাঠ ছাড়ে নেইমার।

কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা ব্রাজিলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটা যদি হেরে যায় তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশনটাই হয়ে যেতে পারে শেষ। নেইমারকে তো এই ম্যাচে চাই-ই চাই ব্রাজিলের।

ব্রাজিল কোচ প্রাধান্য দিচ্ছেন নেইমারের সুস্থতার দিকেই, ‘আমরা অবশ্যই জিততে চাই, এটা বিশ্বকাপের মঞ্চ। কিন্তু কোচ হিসেবে আমি কোনো খেলোয়াড়কে ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। টিকে থাকার লড়াইয়ে আগামীকাল শুক্রবার ব্রাজিল মাঠে নামছে কোস্টারিকার বিপক্ষে। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।


আরও পড়ুন:

বিষয়: