ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

হিলি স্থলবন্দর: প্রায় সাড়ে তিন মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ


নিউজ ডেস্ক
88

প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২১
হিলি স্থলবন্দর: প্রায় সাড়ে তিন মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ



প্রায় ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় পেঁয়াজ। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। তবে স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ আরও দুটি পেঁয়াজের ট্রাক আসার কথা রয়েছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সোয়া ৫টা) সেই ট্রাকগুলো ভারতের অভ্যন্তরেই ছিল। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে গত সোমবার রাতে, এমন একটি চিঠি দেন ভারতীয় ব্যবসায়ীরা। চিঠিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি মিলেছে, যেন ২ জানুয়ারি থেকে ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতে পারে।
হিলি স্থলবদর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশে পেয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। গত ২৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত এবং আজ (সোমবার) দেশে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে। পেঁয়াজ আমদানি হবে- এমন সংবাদের পরই কমতে শুরু করেছে দাম। তবে আগামী দুয়েকদিনের মধ্যেই ঢাকাসহ দেশের বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হবে এবং এতে পেঁয়াজের দাম আরও কমে আসবে। পেঁয়াজের যে ট্রাক দেশে আসছে, সেটিতে আনুমানিক ১৯ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভ্যন্তরীন সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে দেশের বাজারে পেয়াজের দাম বেড়ে যায় ও অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক ও চীন থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করেন। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় হিলির ব্যবসায়ীরা পাঁচ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছেন।

আরও পড়ুন:

বিষয়: