ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
১২ সেপ্টেম্বর ২০২১

আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আইসিসিআইটি-২০২০ এর সমাপনী অনুষ্ঠিত


নিউজ ডেস্ক
85

প্রকাশিত: ২৩ জানুয়ারীফেব্রুয়ারি ২০২০
আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আইসিসিআইটি-২০২০ এর সমাপনী অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার : আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে the 23rd International Conference on Computers and Information Technology (ICCIT) 2020 এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ ডিসেম্বর জুম অ্যাপসের মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কো-স্পন্সর ছিলো IEEE। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবদুল মতিন পাটোয়ারি, সাবেক ভাইস চ্যান্সেলর বুয়েট, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং আইইউটি। অনুষ্ঠানের সমাপনী ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহামম্মদ ফাজলী ইলাহী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মুহাম্মদ এস. আলম, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, ইউএসএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. এ. মুবিন খান, ম্যানেজিং ডিরেক্টর, ইথিক্স অ্যাডভান্স টেকনোলোজি লি., ঢাকা। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ৩২৫টি গবেষণাপত্র উত্থাপন করা হয়। এর মধ্যে ১০৫টি গবেষণাপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে সেরা পেপার অ্যাওয়ার্ড অর্জন করে তিনটি গবেষণাপত্র। প্রথম অবস্থান অর্জন করে এ. এ. এম. শাহ সাদমান এবং মো. হোসাম-ই-হায়দার এর গবেষণাপত্র, মো. তানভীর হোসাইন হিমেল, এস. এম. মুহাইমুনুল ইসলাম, আশা আক্তার ও কাজী মাসুদুল আলম দ্বিতীয় ও সৈয়দ আল্লামা ইকবাল এবং এম. জি. হাফেজের গবেষণাপত্র তৃতীয় অবস্থান অর্জন করে। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানীসহ ১৫টি দেশের বিজ্ঞানী, অধ্যাপক ও বিশষজ্ঞরা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও উপদেষ্টা প্রফেসর ড. এম. এইচ খান, ডিন, বিভাগীয় প্রধান, অফিস প্রধান ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: