ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

সালাহ ছাড়াই মিসরের প্রথম ম্যাচে


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ১৫ জুন ২০১৮
সালাহ ছাড়াই  মিসরের  প্রথম ম্যাচে



স্টাফ রিপোর্টার: বিশ্বকাপে মিসরের পক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল লিভারপুল তারকা মোহাম্মদ সালাহের। গতকাল শুক্রবার সুখবরটি দিয়েছিলেন মিসরের কোচ হেক্টর কুপার, সালাহ পুরোপুরি সুস্থ প্রথম ম্যাচে খেলতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতেই হলো সালাহ ভক্তদের। সালাহকে ছাড়াই উরুগুয়ের মোকাবিলায়  প্রথম ম্যাচ খেলবে মিসর। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিয়েভের সেই ফাইনালে সার্জিও রামোসের ট্যাকলে কাঁধের ওপর ভর দিয়ে মাটিতে পড়ে যান সালাহ। বিশ্বকাপ নিয়ে সংশয় থাকলে মিসরীয় ফুটবল ফেডারেশন জানিয়েছিল তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে রাশিয়ার মাঠে দেখা যাবে সালাহকে। ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুলের এই ফরোয়ার্ড তাঁর নৈপুণ্যে মন জয় করে নিয়েছেন সবার। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। আর লিভারপুলে অভিষেকেই করেছেন সর্বোচ্চ গোলের রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ও তিনি। মিসর একাদশে আছে  আহমেদ ফাতহি, আলী গাবর, মোহামেদ এল-শেনাউবি, আহমেদ হেগাজি, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আমর ওয়ারদা, আবদুল্লাহ সাইদ, ত্রেজেগে, মারওয়ান মোহসেন। প্রথম ম্যাচের প্রথম একাদশে নেই এই লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

আরও পড়ুন:

বিষয়: