ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
১২ সেপ্টেম্বর ২০২১

নিশ্চিন্তে বিনিয়োগকারীরা তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রোতে বিনিয়োগ করতে পারেন : কোম্পানি সচিব


নিউজ ডেস্ক
126

প্রকাশিত: ০৬ জানুয়ারীফেব্রুয়ারি ২০২০
নিশ্চিন্তে বিনিয়োগকারীরা তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রোতে বিনিয়োগ করতে পারেন : কোম্পানি সচিব



মোহাম্মদ তারেকুজ্জামান : পুঁজিবাজারে আসছে তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম)। ইতিমধ্যে কোম্পানিটির আইপিওর আবেদনপত্র ও চাঁদা জমা নেওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সচিব এ.কে.এম জাকারিয়া হোসেন (এফসিএমএ) কোম্পানিটি সম্পর্কে বিভিন্ন ইতিবাচক কথা বলেন। তিনি সম্প্রতি স্টক টাইমসকে বলেন, আমরা বর্তমানে দেশের আইসক্রিমের বাজারে তিন নম্বর অবস্থানে রয়েছি। কোম্পানির কর্মকর্তা-কর্মচারিদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই অবস্থানে আসতে পেরেছি। আমাদের বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে। জেলা-উজজেলা, থানাসহ সারাদেশব্যাপী আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই দেশের অধিকাংশ মানুষ লাভেলো আইসক্রিম সম্পর্কে অবগত। জাকারিয়া হোসেন বলেন, প্রায় পাঁচ বছরের মধ্যে দেশের নামকরা অনেক আইসক্রিম উৎপাদন করা কোম্পানিকে পেছনে ফেলে দিয়েছি। দেশে করোনার কারনে যখন প্রায় সবকিছু লকডাউন ছিলো তখনও আমরা আমাদের প্রডাক্ট সেল করতে পেরেছি। আমরা আশা করছি খুব শিগগিরই আমরা দেশের আইসক্রিমের বাজারে এক নাম্বার অবস্থানে আসবো। সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিশ্চিন্তে সাধারণ বিনিয়োগকারীরা আমাদের কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। আশা করি বিনিয়োগ করে তারা নিরাশ হবেন না। অন্যান্য কোম্পানির মতো আমরা শেয়ারবাজার থেকে টাকা নিয়ে উধাও হওয়ার জন্য আসবো না। শেয়ারবাজারে আমাদের কোম্পানি আসলে আমাদের ব্যবসার সম্প্রসারণ ঘটবে। মুনাফাও বৃদ্ধি পাবে আশা করি। বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। উল্লেখ্য, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)মাধ্যমে শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। ফিক্সডপ্রাইস পদ্ধতির আইপিওর আওতায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। প্রসপেক্টাস সূত্রে জানা যায়, কোম্পানিটির অনুমোদিত মূলধন একশো কোটি টাকা, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৫৫ কোটি টাকা। আইপিও পরবর্তী কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ৮৫ কোটি টাকা। গত ১৫ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বিএসইসির ৭৪৪তম সভায় লাভেলো আইসক্রিমের আইপিওর অনুমোদন দেয়। ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১০ টাকা ৫ পয়সা। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯)ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে লাভেলো আইসক্রিমের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস)ছিল ১২ টাকা ১৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স।

আরও পড়ুন: