ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

কৃষি সম্ভাবনায় মেটালের প্রযুক্তি


নিউজ ডেস্ক
83

প্রকাশিত: ১৬ জানুয়ারীজানুয়ারী ২০২০
কৃষি সম্ভাবনায় মেটালের প্রযুক্তি



দেশের কৃষকদের কাছে প্রতিনিয়ত আধুনিক কৃষিযন্ত্র পৌঁছে দেয়ার চেষ্টা করছে মেটাল। কৃষকের হাড়ভাঙা খাটুনি আর ফসলের অপরিপূর্ণতা থেকে রেহাই দিতে তিন বছর আগে বাংলাদেশের কৃষিপ্রযুক্তিতে মেটাল যুক্ত করেছে নানা কৃষিযন্ত্র। এসব যন্ত্রের ব্যবহারে কৃষকের পরিশ্রম যেমন কমেছে তেমনি কমে যাচ্ছে ফসলের উৎপাদন ব্যয়। সব মিলিয়ে কৃষি যান্ত্রিকীকরণের সুফল পাচ্ছে পুরো দেশ। এরই ধারাবাহিকতায় সারা দেশের বিভিন্ন প্রান্তে মেটালের প্রায় ২৭০টি এফএম ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার পৌঁছে গেছে। মেটালের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাদিদ জামিল বলেন, আমরা চাই দেশের প্রযুক্তিতে আধুনিক প্রযুক্তি যুক্ত হোক। কৃষি ও কৃষকের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটলে পুরো দেশ এগিযে যাবে। সরকার কৃষিযন্ত্রে যে ভর্তুকি দিচ্ছে, তা চালু রাখা প্রয়োজন।

সরকারি কৃষি ভর্তুকির আওতায় একজন কৃষক ২৩ লাখ ৫০ হাজার টাকায় এ কম্ব্বাইন হারভেস্টার কিনতে পারছেন। কম্বাইন হারভেস্টার ব্যবহার করে ঘণ্টায় ১ দশমিক ৫ একর জমির ধান কাটতে ১ হাজার ৫০০ টাকা খরচ হয়। লাভ হয় ৫-৭ হাজার টাকা পর্যন্ত।


আরও পড়ুন:

বিষয়: