ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ডিবিএ’র সঙ্গে ব্রোকারদের মত বিনিময় সভা আজ


নিউজ ডেস্ক
85

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০
ডিবিএ’র সঙ্গে ব্রোকারদের মত বিনিময় সভা আজ



স্টাফ রিপোর্টার : ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) পুঁজিবাজার পরিস্থিতিসহ নানা বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য তথা ব্রোকারদের সাথে মত বিনিময় করবে। আজ, ১৬ আগস্ট বিকালে অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। ডিবিএ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, মতবিনিময়ে বর্তমান বাজার পরিস্থিতি, বাজারে ফিরে আসতে থাকা গতিময় অবস্থা ধরে রাখা এবং ব্রোকারহাউজের সার্বিক অবস্থা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন অসুবিধা (থেকে থাকলে), সেসব অসুবিধা দূরীকরণের উপায় ইত্যাদি নিয়ে আলোচনা হবে। ডিবিএ’র সেক্রেটারি মোঃ দিদার গনী একটি অনলাইন নিউজপোর্টালকে বলেন, মতবিনিময়ের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাজারে যে গতির সঞ্চার হয়েছে সেটি ধরে রাখতে সব স্টেকহোল্ডারকে কাজ করতে হবে। ব্রোকাররা এই বাজারের অন্যতম প্রধান স্টেকহোল্ডার। তাই তাদের কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো দূর করে বাজার উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ডিবিএ এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

আরও পড়ুন:

বিষয়: