ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ক্রেস্ট সিকিউরিটিজের এমডিকে গ্রেপ্তারের দাবিতে বিনিয়োগকারীদের আল্টিমেটাম


নিউজ ডেস্ক
78

প্রকাশিত: ০২ জুলাই ২০২০
ক্রেস্ট সিকিউরিটিজের এমডিকে গ্রেপ্তারের দাবিতে বিনিয়োগকারীদের আল্টিমেটাম



স্টাফ রিপোর্টার : ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহকে গ্রেপ্তার, আত্মসাৎ করা শেয়ার ও টাকা ফেরতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১০ জুলাই পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ২ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ ঘোষণা দেন বিনিয়োগকারীরা। মানববন্ধনে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী মো. মোজাম্মেল হক বলেন, ‘অবিলম্বে শহীদ উল্লাহকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বিনিয়োগকারীরা নিশ্চিত হতে চায়, তাদের শেয়ারের নিশ্চয়তা আছে কী না? আমাদের দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত ৭২ ঘণ্টার আল্টিমেটাম গত বুধবার শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়নি। এ বিষয়ে ডিএসইর সঙ্গে বসে আলোচনা করতে চাই। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১০ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ বা কোনও প্রতিষ্ঠান শহীদ উল্লাহর পক্ষে যোগসাজেস করে ক্রেস্ট সিকিউরিটিজ হাউজ বিক্রি করার চেষ্টা করে, তাহলে বিনিয়োগকারীদেরে লাশের ওপর দিয়ে যেতে হবে।’ বিনিয়োগকারী নাজির আহমেদ বলেন, গত ২৩ জুন থেকে ক্রেস্ট সিকিউরিটিজের মালিক পলাতক রয়েছেন। এখনও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি। তাই আমাসের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন:

বিষয়: