ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারকে উদ্ধারে যেসব সুবিধা চায় ডিবিএ


নিউজ ডেস্ক
74

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০
পুঁজিবাজারকে উদ্ধারে যেসব সুবিধা চায় ডিবিএ



স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারিতে তীব্র সঙ্কটে পড়া পুঁজিবাজারকে উদ্ধারে ৬ ধরনের সুবিধা চায় ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি মনে করছে, বিশেষ সহযোগিতা ছাড়া পুঁজিবাজারে গতি ফেরানো অসম্ভব হয়ে পড়বে। ডিবিএর দাবিগুলোর মধ্যে রয়েছে- আগামী বাজেটে পুঁজিবাজারে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা)বিনিয়োগের সুযোগ রাখা, মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের ৩ শতাংশ সুদে ঋণ দেওয়া, মার্জিন ঋণের সুদ এক বছরের জন্য স্থগিত করা, ব্রোকারদের এক বছরের অফিস ব্যয় মেটানোর জন্য সহজ শর্তে তহবিল যোগান দেওয়া। ডিবিএ সূত্রে এই তথ্য জানা গেছে। এসব দাবি জানিয়ে সোমবার, ২৭ এপ্রিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে একটি চিঠি দিয়েছে ডিএসইর ব্রোকারদের এই ফোরাম। ডিবিএর প্রস্তাবে, তাদের দাবিসমূহের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, পুঁজিবাজার উন্নয়নের সাথে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন একাকার। পুঁজিবাজার উন্নয়নে স্টক ব্রোকারদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে, এর সাথে সংশ্লিষ্ট স্টক ব্রোকারসহ সকল অংশীজনের ব্যবসায়িক কার্যক্রম সচল রেখে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার নিমিত্তে উল্লেখিত সুপারিশমালার যথাযথ বাস্তবায়ন দরকার।

আরও পড়ুন:

বিষয়: