ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ফিফা রেফারি তৈয়বের জার্সি নিলামে


নিউজ ডেস্ক
76

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০
ফিফা রেফারি তৈয়বের জার্সি নিলামে



ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষদের সাহায্যার্থে নিজের জার্সিটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু। নিলামের দিনক্ষণ চূড়ান্ত না হলেও তৈয়ব হাসান বাবুর জার্সিটি দুই লাখ টাকা মূল্যে ক্রয়ের আগ্রহ পোষণ করেছেন সাতক্ষীরার ব্যবসায়ী। তুফান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল তৈয়ব হাসান বাবুর উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবতার কল্যাণে এগিয়ে এসে জার্সিটির নিলামে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশ-বিদেশের ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠকসহ আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে। শেখ তানজিম কালাম তমাল বলেন, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির। এমন পরিস্থিতিতে এগিয়ে আসছেন দেশ-বিদেশের অনেক খেলোয়াড়রা। যে যার অবস্থান থেকে অর্থ সংগ্রহে এগিয়ে আসছেন। অনেকে নিলামে তুলছেন নিজেদের জার্সি-ব্যাটসহ জীবনের অনেক স্মরণীয় মুহূর্তের স্মারকগুলি। ঠিক এমন সময় নিজের স্মরণীয় জার্সি নিলামে তোলার ঘোষণা দেন দেশের খ্যাতিমান সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার গর্ব তৈয়ব হাসান বাবু। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাতে আমি নিলামে অংশগ্রহণের আগ্রহ পোষণ করেছি এবং এই জার্সির জন্য দুই লাখ টাকা দাম দিতে ইচ্ছুক। তবে জার্সিটির মূল্য আরও বেশি হওয়া উচিত। তাই এই নিলামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানায়। উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক অঙ্গনে রেফারিং করা তৈয়ব হাসান বাবু ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাফের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। সে ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সম্প্রতি এই ম্যাচের জার্সিটি নিলামে তোলার ঘোষণা দেন তৈয়ব হাসান বাবু। এ প্রসঙ্গে তৈয়ব হাসান বাবু বলেন, তিনি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার জীবনের অনন্য এই জার্সিটি নিলামে তুলতে চান। তা থেকে প্রাপ্ত অর্থ তিনি পুরোটাই ব্যয় করবেন করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য। বাংলাদেশের একমাত্র রেফারি হিসেবে তৈয়ব হাসান বাবুর রয়েছে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার রেকর্ড। টানা ১০ বছর এএফসি'র এলিট প্যানেলেও ছিলেন তিনি। আন্তর্জাতিক রেফারি ছিলেন ১৯৯৯-২০১৬ সাল পর্যন্ত। দীর্ঘ ১৮ বছরে ১০০’র বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, এএফসি চ্যাম্পিয়নস লিগ, এএফসি কাপ, দুটি এশিয়ান গেমস, এএফসি’র বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড, সাফ, সাফ গেমসসহ অনেক ম্যাচ পরিচালনার বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে তার। ফিফা রেফারি হিসেবে তিনি জাপান, চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি, কাতার, কুয়েত, ইরান, জর্ডানসহ ৪০টি’র মত দেশে খেলা পরিচালনা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করছেন।

আরও পড়ুন:

বিষয়: