ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ব্রোকারদের সংঙ্গে বৈঠকে বসছে বিএসইসি


নিউজ ডেস্ক
39

প্রকাশিত: ২৪ মে ২০১৮
ব্রোকারদের সংঙ্গে বৈঠকে বসছে বিএসইসি



স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে সৃষ্ট টানা পতনে করণীয় ঠিক করতে আইসিবি শীর্ষ ব্রোকারদের সাথে জরুরি বৈঠক বসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বিনিয়োগকারীর হাহাকারে অবশেষে টনক নড়লো নিয়ন্ত্রক সংস্থাটির। বৈঠকটি আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে পুঁজিবাজারের চলমান পতনের কারণ অনুসন্ধান করা হবে। এবং তা সমাধানের জন্য করনীয় কি করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে। সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হাজী সানাউল হকসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারেজ অ্যাসেসিয়েশন  এবং শীর্ষ মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মূলত বাজার সংশ্লিষ্ট বেশীরভাগ প্রতিষ্ঠান মতিঝিলে অবস্থিত। অন্যদিকে বিএসইসি ভবন আগারগাঁও। আর পবিত্র রমাজানের কথা মাথায় রেখে ভেন্যু বিএসইসি ভবন না করে আইসিবি কার্যালয়ে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

বিষয়: