ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ড্রাগন সোয়েটার ৩:২ অনুপাতে রাইট ঘোষণা


নিউজ ডেস্ক
39

প্রকাশিত: ২৩ মে ২০১৮
ড্রাগন সোয়েটার ৩:২ অনুপাতে রাইট ঘোষণা



স্টাফ রিপোর্টার: ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০ টাকা ইস্যু মূল্য (প্রিমিয়াম ছাড়া) ৩:২অার অনুপাতে (৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টা) রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি  চলমান প্রকল্প সম্প্রসারণ করবে। ডিএসই সূত্রে পাওয়া তথ্য

৮ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি সাধারণ শেয়ার ইস্যু মাধ্যেমে কোম্পানিটি ৮৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা উত্তোলন করবে।

এ জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। যার জন্য ০৬ জুলাই, রেকর্ড  ডেট নির্ধরণ করা হয়েছে। ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারের অনুমোদনের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করতে পারবে।

কোম্পানির শেয়ার হোল্ডিং ধরণানুযায়ী উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে ৩৭.৮৪ শতাংশ শেয়ার।  প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৭ দশমিক ৯৭ শতাংশ শেয়ার।


আরও পড়ুন:

বিষয়: