ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

গুজবের কারণে পুঁজিবাজারের দুর্দশা : অর্থমন্ত্রী


নিউজ ডেস্ক
89

প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০
গুজবের কারণে পুঁজিবাজারের দুর্দশা : অর্থমন্ত্রী



স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের এখনকার দরপতনের কারণ হিসেবে গুজবকে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেছেন, গুজবের কারণেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না।
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ইআরডিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্যরা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে মুস্তফা কামাল বলেন, এই যে রিউমার ছড়িয়ে যে সমস্ত কাজগুলো করা হয়… এখন পুঁজিবাজার চালাচ্ছে রিউমার। এই রিউমারের কারণেই পুঁজিবাজারটি ঘুরে দাঁড়াতে পারছে না।পুঁজিবাজারে দরপতনে বিক্ষোভও হচ্ছে।
গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন অর্থমন্ত্রী। ‘এই রিউমারগুলো বন্ধ করার জন্য যে প্রচলিত আইন আছে, তা যেন স্ট্রিকলি কমপ্লায়েন্স হয়। বিদ্যমান আইনগুলোকে আমরা ফুললি এনফোর্স করব।’
বৈঠকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা অগ্রিম আয়কর শিথিলের পাশাপাশি কিছুটা কমানোসহ বেশ কয়েকটি দাবি জানায়। ‘আমরা তাদের জানিয়েছি, আমরা যতদূর পারি, সেটা বিবেচনা করব,’ বলেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন:

বিষয়: