ঢাকা রবিবার
০৫ মে ২০২৪
২৭ এপ্রিল ২০২৪

‘সিরামিক পণ্য রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার’


নিউজ ডেস্ক
115

প্রকাশিত: ০৬ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৯
‘সিরামিক পণ্য রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার’



ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সিরামিক পণ্য রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার। দেশের সিরামিক পণ্য বিশ্ববাজারে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। উন্নত বিশ্বে বাংলাদেশের তৈরি সিরামিকের চাহিদা দিন দিন বাড়ছে। সিরামিকের গুণগতমান ও নির্মাণশৈলী ব্যবহারকারীদের আকৃষ্ট করছে। বাংলাদেশ সরকার তৈরি পোশাকের পাশাপাশি যেসব পণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তার মধ্যে অন্যতম সিরামিক পণ্য। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘সিরামিক এক্সপো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিক পণ্য তৈরির জন্য কাঁচামাল ছাড়া অত্যাধুনিক ও পরিবেশবান্ধব কারখানা, গ্যাস-বিদ্যুৎ এবং সহজলভ্য দক্ষ শ্রমিক আমাদের রয়েছে। বিশ্বের যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকার সক্ষমতা বাংলাদেশের আছে। সিরামিক শিল্পকে আরও লাভজনক ও রপ্তানিমুখী করতে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে। যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমাধান করা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক নানা প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আজ বর্তমান অবস্থানে এসেছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। এখন সিরামিক শিল্পের প্রসার ঘটছে দ্রুত। আন্তরিকতার সঙ্গে কাজ করে এ শিল্পকে এগিয়ে নিতে হবে। এ শিল্প আমাদের ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাচ্ছে। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, এ সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের ঘরে ঘরে সিরামিকের ব্যবহার বাড়ছে। দেশেই উৎপাদনের কারণে তুলনামূলক কম দামে মানুষ সিরামিকসামগ্রী ব্যবহার করতে পাচ্ছেন। উল্লেখ্য, এবার ২০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান প্রায় ১৫০টি ব্র্যান্ড নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে। এছাড়া ৩০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও প্রায় ৫০০ জন বায়ার হোস্ট রয়েছে। বিগত ১০ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ। বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ। ৫০টিরও বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি করে আয় হচ্ছে প্রায় পাঁচ কোটি ডলার। বর্তমানে সিরামিক শিল্পে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এ শিল্পে দেশের প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও অ্যাসোসিয়েশনের মহাসচিব ইরফান উদ্দিন। তিন দিনব্যাপী এ প্রদর্শনী ও সম্মেলনে দক্ষতা উন্নয়ন, ব্র্যান্ডিং, নতুনত্ব, এসডিজিতে অবদানবিষয়ক পাঁচটি সেমিনারের আয়োজন করা হয়েছে। দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি মানুষের  মধ্যে এর ব্যবহার সচেতনতা বাড়াতে নানারকম উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে স্পট ক্রয়াদেশের সুযোগ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় র‌্যাফল ড্রয়ের ব্যবস্থা। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আরও পড়ুন:

বিষয়: