ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

নওগাঁয় আয়কর মেলার সমাপ্তি


নিউজ ডেস্ক
77

প্রকাশিত: ২০ জানুয়ারীজানুয়ারী ২০১৯
নওগাঁয় আয়কর মেলার সমাপ্তি



ডেস্করিপোর্ট: আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, সমৃদ্ধির সোনালি দিন আনতে হলে আয়কর  দিন’ স্লোগানে নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলা সমাপ্ত হয়েছে।

শনিবার, ১৬ নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ উপকর কমিশনার সার্কেল ৩, ৪ ও ৫ এর আয়োজনে এক আলোচনা সভার মাধ্যমে শুরু হয়ে এ আয়কর মেলা মঙ্গলবার, ১৯ নভেম্বর বিকাল ৫টায় শেষ হয়।

নওগাঁ সার্কেল-৩ সহকারী কর কমিশনার নজরুল ইসলাম জানান, চার দিনব্যাপী শুরু হওয়া আয়কর মেলার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। করদাতারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন প্রশাসন থেকে শুরু করে এখানে সর্বস্তরের মানুষের সব রকমের সহযোগিতা আমরা পেয়েছি।

১৬ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলায় করদাতাদের উপচেপড়া ভিড় ছিল। এই চার দিনে ১ কোটি ২৪লাখ ৪৪ হাজার ৩২৫ টাকা কর আদায় করা হয়েছে। রিটার্ন দাখিলের সংখ্যা ৫ হাজার ৫৪৮টি, সেবা গ্রহণকারীদের সংখ্যা ১৫ হাজার ২২৯ জন, ই-টিআইএন ২৯২টি।


আরও পড়ুন:

বিষয়: